লালপুর (নাটোর) প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি ২০২৩) লালপুর উপজেলা প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চলায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লালপুর শাখার সভাপতি ও দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও নাটোর জেলা সভাপতি মোঃ সালাহ্ উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী তথ্য ও প্রযুক্তি সচিব আব্দুল মোতালেব রায়হান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জামিরুল ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুহুউল্লাহ্, হারুন আর রশিদ, মেহেরাবুল ইসলাম, শিমুল আলী, মাহাবুর রহমান ,শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানন।