স্টাফ রিপোর্টার।

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।নড়াইলের লোহাগড়ায় এ ভিন্নধর্মী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর থানাপাড়া যুব সংঘের আয়োজনে লক্ষ্মীপাশা স্কুল মাঠে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশের মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় খেলার শুরুতে ভালবাসা ও বিরহের গান বাজিয়ে শুভসূচনা হয়। পরে কেক কেটে একাদশের নাম খচিত জার্সি পরে দু’দল মাঠে নামে। উক্ত খেলায় সফল প্রেমিক একাদশ,ব্যর্থ প্রেমিক একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে। আয়োজক কমিটির সদস্যরা জানান,১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হলেও আমাদের কাছে প্রত্যেকটা দিনই মনে হয় ভালবাসা দিবস এজন্যেই আমাদের এ আয়োজন। বিশ্বকাপের রানার্সআপ হওয়া যেমন এক উৎসব আর চ্যাম্পিয়ন হওয়া আরেক উৎসব। যারা বিশ্বকাপ পাইছে তারা বুঝবেনা,না পাওয়ার যন্ত্রণা। আর যারা বিশ্বকাপ ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে তারা বুঝবে এর যন্ত্রণা। এর মানে হলো এটা যে যারা প্রেমে সফল হয়েছে তারা ব্যর্থতার মর্ম বুঝবে না। আর যারা ব্যর্থ হয়েছে তারা বুঝবেনা সফলতার মানে। এদিকে খেলা দেখতে আসা কয়েকজন দর্শক বলেন, সৌজন্যমুলক ব্যতিক্রম এ আয়োজন আমাদের বেশ বিনোদন দিয়েছে। ভিন্ন ধর্মীয় আয়োজনে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।

মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *