স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নিরব হোসেন, এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ তুহিন হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা পৌরসভা এলাকায় আনোয়ারপুর হঠ্যাৎপাড়া সাকিনস্থ মোঃ আবুল হোসেন বয়স ৪৫ বছর, পিতা-আব্দুল সাত্তারের ভুট্টা ক্ষেতের পূর্বপাশে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা সড়কের পাশে জংলাময় স্থান হতে উপস্থিত সাক্ষীদের তারিখ দুপুর অনুমানিক একটার দিকে ০১টি LOTTO শপিং ব্যাগের মধ্যে ১টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র পিস্তল যার বডিতে ইংরেজিতে খোদাই করা MADE IN JAPAN এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা JAPAN NO 114 লেখা সহ ১ রাউন্ড গুলি উদ্ধার করেন পুলিশ।
আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার আইনগত ব্যবস্থা করেন পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *