ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

৪২ বৎসর দীর্ঘ প্রতিক্ষার পর নীলফামারী ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ও ডাঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে সকালে এক নারীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইউএনও বেলায়েত হোসেন সহ কর্তব্যরত ডাক্তার ও এলাকাবাসীগণ। অপারেশন থিয়েটারটি চালু হওয়ায় রোগীরা ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। এখন থেকে সব ধরণের অপারেশন করা হবে আর সাধারণ মানুষ এর সুবিধা পাবেন বলে জানা যায়। সব ধরণের অপারেশন করার জন্য বরাদ্দ দেয়া একটি সুসজ্জিত রুম। দেয়া হয়েছে আধুনিক যন্ত্রপাতি। সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থার জন্য রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর। আছে প্রশিক্ষিত নার্স। বৃহস্পতিবার সকালে খগা খড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী (চটুনিরহাট) গ্রামের তানিয়া আক্তারকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটির কার্যক্রম চালু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের অনেকেই জানান, বাইরের ক্লিনিকে অপারেশনের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা টাকায় অপারেশন করা হবে এবং সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে বলে আশা করছেন রোগী সাধারণ। অপারেশন চালু হওয়ায় অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। অপারেশন চালু হওয়ায় জনগন এর সুবিধা পাবেন।

তারিখ ঃ ১৬/০২/২০২৩
মোঃ আনোয়ার হোসেন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
মোবাঃ ০১৭২১৬৭০৩৮৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *