মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইল এর লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন  এর উত্তর লংকারচর গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একই গ্রাম এর সেনা সদস্য ফ্লিম ষ্টাইলে কুপিয়ে গুরুতর যখম করেছে এক পুরুষ ও নারী কে।

অভিযোগ ও স্বজন সুত্রে জানা যায় গত কিছু দিন আগে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পরিবার এর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এর ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারী বিকাল এ ওই গ্রাম এর আছাদ বিশ্বাস এর ছেলে সাদ্দাম বিশ্বাস ( ৩২ ) সেনা সদস্য ফ্লিম ষ্টাইলে ২ টি মোটর সাইকেল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দিদার বিশ্বাস এর ছেলে জিন্নাত বিশ্বাস (৩৪) , পিজন বিশ্বাস (২৪) ও রশিদ বিশ্বাস এর ছেলে দিদার বিশ্বাস (৫৫) কে নিয়ে অর্তকিত অবস্থায় উত্তর লংকারচর গ্রাম এর মৃত শাহ আলম মুন্সির ছেলে সফিকুল ইসলাম সোনা মিয়া (৫৩)কে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে কুপিয়ে মারাত্মক যখম করে । ঘটনার সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকে ও বেধড়ক মার পিট করে দ্রুত মোটর সাইকেল যোগে স্থান ত্যাগ করে এবং সেনা সদস্য সাদ্দাম বলে আমি আর্মিতে চাকুরী করি আমাকে কিছু করার ক্ষমতা নাই।
স্ত্রীর ডাক চিৎকার এ স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমিক চিকিৎসা দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। স্বজনদের মাধমে জানা যায় সাদ্দাম হোসেন বর্তমান এ শেখ হাসিনা সেনানিবাস লেবুখালী, বরিসাল এ কর্মরত আছেন। এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (অতিঃ দায়িত্ব) হারান পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা প্রক্রিয়াধীন আসামিদের আটক এর জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *