ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরে যুবসমাজকে বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত

Siam Hossen
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরে সন্তানদের নিয়ে অভিভাবকদের আতংক দূর করতে, রাষ্ট্রীয় সম্মাননার অপব্যবহার, যুবসমাজকে বাঁচাতে অনলাইন জুয়া, চাঁদাবাজি, ব্লাকমেইলারসহ মাদকবিক্রেতাদের মুখোশ উন্মোচনের দাবীতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) মেহেরপুর জেলা শাখা।
সোমবার (২০ ফেব্রুয়ারি), সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের জেলা শাখা কমিটির সভাপতি কামরুজ্জামান খান।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এম এ মুহিত ও সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু, সহ-সাধারণ সম্পাদক দিলারা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক মাজিদ আল মামুন, আসক গাংনী উপজেলা শাখা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পথিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মরজেম হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুরের সন্তানদের নিয়ে অভিভাবকরা আতংকে রয়েছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে যাকে তাকে রাষ্ট্রীয় সম্মাননার অপব্যবহার করা হয়েছে। জেলা জুড়ে যুবসমাজকে ধ্বংস করতে অনলাইন জুয়া, মাদক ব্যবসাসহ চাঁদাবাজি ও ব্লাকমেইলাররা চরম পর্যায়ে পৌঁছেছে। যদিও প্রশাসন কয়েকজনকে আটক করেছে। তবে তদন্ত সাপেক্ষে এখই সময় বাকিদের মুখোশ উন্মোচন করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করা। এসময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার প্রতি জোর দাবী জানান।

মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮