ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪

ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে তুষার পর্বত ভ্রমণ

জাকির হোসেন সুমন
জানুয়ারি ২৫, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

ব্যাুরো প্রধান ইউরোপ :

ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি সাংবাদিক সংগঠন টি প্রথম বারের মতো তুষার পর্বত ভ্রমণের আয়োজন করেন । সাংবাদিক পরিবার সহ ভেনিসে বসবাসরত এক ঝাঁক প্রবাসী বাংলাদেশীদের নিয়ে একটি বিলাস বহুল বাস যোগে ইতালির অন্যতম পর্যটন এলাকা যা কিনা ভূমি থেকে ২৭০০ মিটার উচ্চতায় সানমারতিনো দি কাসটোরোচ্ছা তে সাদা বরফের রাজ্যে ভ্রমণ করেন। অপরুপ সৌন্দর্য ও রৌদ্রোজ্জ্বল চমৎকার একটি দিন থাকায় পরিবার-পরিজন নিয়ে বরফের রাজ্যে আনন্দে মেতে উঠেন ছোট, বড় সকলে। সেই সাথে উপভোগ করেন স্কি খেলা। বাস যোগে যাত্রা পথে সঙ্গীত, কৌতুকে মেতে উঠেন সকলে। ভূমি থেকে ক্যাবলকার যোগে উপরে উঠতে উঠতে অপরুপ সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। অংশগ্রহণকারীদের শুভ্র তুষার দেখে মন জুড়িয়ে যায়। তুষার পর্বত ভ্রমণে অংশ গ্রহণকারীদের আনন্দ আরও বাড়িয়ে দেওয়ার জন্য রেফেল ড্র এর আয়োজন করা হয়। প্রথম পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন , দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন, তৃতীয় পুরস্কার হ্যান্ড ব্লেন্ডার এবং উপস্হিত অর্ধ শতাধিক পর্বত ভ্রমণে অংশ নেয়ায় সান্তনা পুরস্কার প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান করেন এ আর হেল্প সার্ভিস এর স্বত্বাধিকারী ভেনিসের বিশিষ্ট ব্যাবসায়ী মশিউর রহমান। বিজয়ী ও উপস্থিত সকলকে পুরস্কার হাতে তুলে দেন
ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ সোহেল, সিনিয়র সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, মহিলা সম্পাদিকা দিলরুবা জামান, সম্মানিত সদস্য নাজনীন আখতার।