স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল মামুনের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ)/মোঃ মাহবুবুর রহমান, এসআই(নিঃ)/মোঃ মফিজুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জীবননগর থানাধীন কাশিপুর মাঠপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শহর আলী, পিতা-মৃত ওয়াজ উদ্দিনের বসত বাড়ীর সামনে কাশিপুর-দেহাটি গামী পাকা রাস্তার উপর হতে বুধবার রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকার সময় ১। মোঃ হামিদুর রহমান বাবু (২৮), পিতা-মোঃ আব্দুস সামাদ, সাং-করিঞ্চা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, বর্তমান ঠিকানা: জীবননগর আশতলাপাড়া (বসতিপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা এবং ২। মোঃ সাজ্জাত (২৩), পিতা-মোঃ নুর ইসলাম মন্ডল, সাং- জীবননগর আশতলাপাড়া (বসতিপাড়া), থানা-জীবননগর, ৫ কেজি গাঁজা এবং এক টি রেজিষ্ট্রেশনবিহীন কালো রংয়ের FZS মোটর সাইকেল সহ গ্রেফতার করেন জীবননগর থানা পুলিশ।