মুক্তিযুদ্ধা

কবি মোঃআবু বকর সিদ্দীক

যু্দ্ধ করে মুক্তিযুদ্ধা
পাজর ভরা সাহস।
সেলুট জানাই সবাই মিলে,
তারাই আসল মানুষ।

ঐ দেখ ভাই নদীর ধারে,
অস্ত্র নিয়ে কারা।
অক্ষি আমার উপরে পরে,
মুক্তিযুদ্ধা তারা।

বীর সৈনিক লড়ছে তবে,
নেই তো বুকে ভয়।
মরন হবে জেনে শুনে,
জীবন দিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *