ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩

নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা-তোতাকে ১০ বেত্রাঘাত সহ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার
জানুয়ারি ১০, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে অষ্টম শ্রেণীর একস্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য গ্রাম্য শালিস বৈঠক ডেকে বিবাহিত ধর্ষণ চেষ্টাকারী তোতা ১০ বেত্রাঘাত ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভারশোঁ ইউনিয়নের ইউপি সদস্য মাহাফুজুর রহমান ও মালা বক্স সহ আরও অনেকে । শনিবার বেলা ১১ টায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর চৌমুহনী বাজার এঘটনা ঘটে।
ওই ছাত্রীর পারিবারিক, এলাকাবাসী রফিকুল,আব্দুল আজিজসহ চৌমুহনী বাজারের অনেক দোকানদার জানান, গত শুক্রবার বেলা ১০ টার দিকে বাড়ির থেকে আত্মীয়র বাড়ি যাওয়ার সময় প্রতিবেশী তোতা ওই শিক্ষার্থীকে টেনে ঘরে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষন চেষ্টাকারী তোতা পালিয়ে যায়। এ বিষয়ে ইউপি সদস্য মাহাফুজুর রহমান শালিস বৈঠক ও ধর্ষন চেষ্টার বিষয়টি স্বীকার করে বলেন,সালিশ বৈঠক দুই মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিলে বেত্রাঘাত ও দেড় লাখ টাকার সাজা ও রায় দেওয়া হয়। এ রায় শুনে ধর্ষণের চেষ্টাকারী শটকে পড়ে। এ বিষয়ে ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন জানান, এইমাত্র শুনলাম, কোন ইউপি সদস্য এই বিচারের রায় দিতে পারে না। ধর্ষণের চেষ্টার বিচারের রায় একমাত্র আদালত দিতে পারে। যদি কোন ইউপি সদস্য এ ধরনের রায় দিয় থাকে তাহলে, তা আইনের পরিপন্থী। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।