মোঃ আনোয়ার হোসেন

ডিমলা নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা কাকড়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২১নভেম্বর রাতে ওয়াজ মাহফিল চলছিলো। উত্তর ঝুনাগাছ চাপানীর আছান ধনী মিয়া পাড়ার মোকছেদুর রহমান পিতা মৃত মজিবর রহমান তার স্ত্রী সাহিদা বেগমকে নিয়ে বক্তা মাওলানা আমীর হামজার বক্তব্য শুনতে যায়। মোকছেদুর রহমান স্বস্ত্রীক রাতেই বাড়িতে দেখে মেইন গেটের তালা ভাঙ্গা এবং বাড়ির ভিতরে ঢুকে দেখে

উত্তর দুয়ারি দক্ষিণ দিকের পুর্র দক্ষিণ কর্নারের রুমের হ্যাজবল কেটে চোর ভিতরে প্রবেশ করে ৩লক্ষ৫০ হাজার টাকার স্বর্নালংকার এবং নগদ ১লক্ষ ২০হাজার টাকা এবং একটি সেচ পাম্প চোরেরা নিয়ে যায়।

মোকছেদুর রহমান বাড়ি চুরির ঘটনায় ডিমলা থানায় অভিযোগ দাখিল করেছে বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *