স্টাফ রিপোর্টার যশোরঃ
যশোরে বিদেশী পিস্তলসহ মেহেদী হাসান সাকিব (১৯) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। সাকিব সদর উপজেলার মোবারক কাটি এলাকার শহীদ মোড়লের ছেলে।
বৃহস্পতিবার মধ্যরাতে কোতয়ালী মডেল থানার মোবারক কাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর মডেল থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাবের আভিযানিক দলটি সদরের মোবারক কাটি এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সাকিবকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।