
মোঃসাহেব আলী
স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বদি গ্রামের বাসিন্দা মৃত্যু জয়নাল আবেদীনের ছেলে আব্দুল মজিদের নামে জাল দলিলের নায়ক শীর্ষক শিরোনামে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা নামক একটি পত্রিকায়।
এদিকে সংবাদটির সত্যতা নির্ধারণে গেল ০৬ অক্টোবর ২০২২খ্রিঃ ঐ মিথ্যা ভিত্তিহীন নিউজটির প্রতিবাদ আসে স্বদেশ কন্ঠ প্রতিদিন এবং দৈনিক পরিবেশ নামক দুটি পত্রিকার পাতায়।নিউজের প্রতিবাদ দেখে ক্ষিপ্ত প্রায় মোঃআবুল কালাম এবং নুরুল হক গত কয়েকদিন যাবত এই আব্দুল মজিদকে জীবন নাশের হুমকি প্রদান করেই চলছে।
আব্দুল মজিদের সহধর্মিণী গণমাধ্যম কর্মীদের সামনে তাদেরকে গৃহবন্দী ও জীবন নাশের হুমকি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।একই সাথে তিনি তার স্বামী সহ পরিবারের অন্য সকল সদস্যের জীবনের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জীবন ভিক্ষা চেয়েছেন।