ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩

পুূঠিয়া জয় বাংলা বাউল পাঠশালা,এর শুভ উদ্বোধন করলেন,জিএম হিরা বাচ্চু

Link Copied!
   
                       

 

উপজেলা (পুঠিয়া) প্রতিনিধি মোঃ মিজানুর রহমান (কালু)

 

আজ (১৪ই-মার্চ)সন্ধ্যায়,রাজশাহী পুঠিয়া বাউল পাঠশালা শুভ উদ্বোধন,করলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম টিপু,এবং সাবেক ছাত্রলীগ নেতা,ও বিশিষ্ট ব্যবসায়ী,ইব্রাহিম সরকার,ও মনির হোসেন আমি লীগ নেতা,ও যুবলীগ নেতা,আসাদুল ইসলাম (আসাদ) ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ আবুল কালাম আজাদ,ও আট নাম্বার ওয়ার্ড কমিশনার,জয়নাল হোসেন,আরো উপস্থিত ছিলেন,বাউল শিল্পী,ও বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উপজেলা চেয়ারম্যান বলেন,আমার ব্যক্তিগতভাবে আমি পুঠিয়া ফুটবল একাডেমি পরিচালনা করি,আমার এই ক্লাব থেকে দেশের বিভিন্ন স্থান,থেকে শুরু করে এমনকি জাতীয় পর্যায়ে আমার একাডেমি ফুটবল খেলোয়ার খেলে থাকেন,এবং ঢাকা নামি-দামি ক্লাবে খেলে থাকেন।

আমি এখন বাউলদের নিয়ে কাজ করতে চাই,বাউলরা এই সমাজে অনেক টাই অবহেলিত,কিন্তু এদের কোন একটি সংগঠন নেই,এই পুঠিয়াতে,তাই আমি এই চিন্তা করে,জয় বাংলা বাউল পাঠশালা,উদ্বোধন করি।

এখানে বাউলদের প্রশিক্ষণ থেকে শুরু করে,এখানে শুধু বাউল গান নয়,এখানে গান শিখানো হবে কবিতা আবৃত্তি থেকে শুরু করে,বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হবে।