মোঃ রুবেল হক-শিবগন্জ থানা প্রতিনিধি

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সাবেক ইউপি নারী সদস্য নারগিছ আরা বেগম (৫৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নারী সদস্য উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য।
বিকাল ৪ টার দিকে স্থানীয়া নিহতর শয়ন কক্ষে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানায় নিহত নারগিছ আরা বগুড়া উপ-শহর এলাকার তার ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। গতকাল সকাল ১১ টার দিকে রায়নগন মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন। এ ব্যাপার এ শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, সাবেক নারী ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *