ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪

সপ্তাহে ৭দিনই ছাত্র-ছাত্রীদের জন্য হাফ-ভাড়া কার্যকর’

আব্দুল্লাহ আল রাকিব, জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি,
ঢাকা মেট্রো এলাকায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে গত ২১ আগষ্ট’২০২৪ইং তারিখে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সাথে এক সভা সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে (ইউনিক হাইট্‌ট্স (৪র্থ তলা), ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা) অনুষ্ঠিত হয়।

সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন যে, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১লা ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন (শুক্রবার-শনিবার ব্যাতিত) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্য্যকর করে। যাহা এখনও বলবৎ আছে। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতৃবৃন্দ বাসে ছাত্রদের সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন হাফ ভাড়া কার্য্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের নিকট অনুরোধ জানান। তাহাদের আবেদন সহানুভূতির সাথে বিবেচনা করতঃ সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত সমূহঃ
১। বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন আগামীকল্য-২৪ সেপ্টেম্বর’২০২৪ইং থেকে কার্য্যকর হবে (সকাল-৬-০০টা হইতে রাত-১২-০০টা পর্যন্ত)।
২। হাফ পাস এর জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়-পত্র সঙ্গে রাখতে হবে।
৩। এই সিদ্ধান্ত শুধুমাত্র মেট্রো এলাকায় কার্য্যকর থাকবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সেক্রেটারী সাইফুল ইসলামের সাক্ষরিত সংবাদ বিবৃতিতে জানানো হয়।