মিলন হোসেন, বিনোদন প্রতিবেদকঃ
ছেলেটার নাম আবির! পটুয়াখালী জেলার এক মফস্বল শহরে জন্ম। ছোট বেলা থেকেই বড্ড দুরন্ত স্বভাবের। সময়টা তখন ২০১৯। হঠাৎ করেই চঞ্চল ছেলেটার মাথায় ভুত চেপেছে গান করবে, ব্যান্ড করবে। যেমন করা তেমন কাজ। কাছের বন্ধুদের নিয়ে ২০১৯ এর ১৫ই মার্চ কোনো কিছু না ভেবেই ব্যান্ড দল করে ফেললো, যার নাম দেয়া হলো “নক্ষত্র “। ব্যান্ড করা হলো কিন্তু কেউ গিটার বাজাতে পারে না, গিটারও নেই কারো। তাহলে হবে কিভাবে? ভাবতে ভাতবে সবাই সিদ্ধান্ত নিলো তারা সবাই টাকা দিয়ে গিটার কিববে, গিটার হলেই বোধহয় ব্যান্ড হয়ে যাবে। এমন ধারণাই ছিলো সবার। সবাই পাচ’শ করে টাকা দিয়ে একটা বাংলা গিটার কেনা হয়েছিলো, ওটা ব্যান্ডের প্রথম গিটার। গিটার হলো কিন্তু বাজাতে পারে না । এভাবে চলতে থাকলো অনেক মাস। অনেক গুলো বন্ধু ব্যান্ড ছেড়ে দিলো স্বইচ্ছায়, কারন কেউই কোনো ইন্সট্রুমেন্ট এ পারদর্শী না। ব্যান্ডে তখন শুধু দু’জন আবির ও নাহিদ। হাল ছাড়লো না, দু’জনেই টিকিয়ে রাখলো প্রবল আত্মবিশ্বাস নিয়ে। এর কয়েক মাসের ব্যবধানে ব্যান্ডে আসলো জিদান জিহাদ এবং সামিউল জিহাদ। ব্যান্ড আবারও চলছে বেশ ভালোই। সবাই শিখছে, ভুল সংশোধন হচ্ছে। এর মাঝে এলাকায় খুব ভালোই হৈচৈ পরে গিয়েছে নক্ষত্র ব্যান্ড নিয়ে, এলাকায় ভালোই পরিচিতি হতে থাকলো। এভাবে চলতে চলতে দিন মাস কেটে বছরও চলে গেলো নিমিষেই। আবির ও নাহিদ এর এসএসসি শেষ, জিদান জিহাদ ও সামিউল বয়সে ছোট ওটা তখন ক্লাস ৮ এ পড়ে। সবাই বসে সিদ্ধান্ত নিলো এখানে থেকে কিছু হবে না ব্যান্ড দিয়ে ভালো কিছু করতে হলে যেভাবেই হোক আমাদের ঢাকা যেতে হবে। কিন্তু জিদান ও সামিউল তো ছোট ওরা কিভাবে যাবে এই চিন্তায় হতাশায় সবাই। অতঃপর সিদ্ধান্ত হলো আবির এবং নাহিদ ঢাকা যাবে তারপর ওরা এসএসসি শেষ করে ঢাকায় আসবে। ঠিক এমনই হলো। ২৭ নভেম্বর ২০২১ এ আবির ও নাহিদ নিজের শহর ত্যাগ করে রওনা হলো ব্যাস্ত শহর ঢাকার উদেশ্য, গান তো তাদের রক্তে মিশে গিয়েছে। ঢাকায়ও আশা হলো এখন ব্যান্ড মেম্বার দরকার এমন চিন্তা করতে করতে কিছুদিনের মধ্যেই ব্যান্ডে আসলো তানভির আহমেদ রাকিব, নাজমুল হাসান আপন এবং রায়ান। ব্যান্ডে অনলাইন মেইনটেইন করার জন্য যোগ হলো আল-ইমরান ভুঁইয়া। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাদের।
১৫ই মার্চ আপলোড হয় নক্ষত্র ব্যান্ডের প্রথম মৌলিক গান “তোমারি নেশায়” যেটা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ৯০ হাজার ভিউ অর্জন। গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও এই ঈদে জি সিরিজ থেকে রিলিজ হওয়ার কথা রয়েছে। এছাড়াও তাদের আরও বেশ কিছু গানের অডিওর কাজ চলছে যেগুলো খুব শীঘ্রই বিভিন্ন কোম্পানি কিংবা নক্ষত্রের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এর মাঝে তারা কনসার্ট করা শুরু করেছে, ঈদের পরে ৩ জেলায় তাদের ৫ টি কনসার্ট রয়েছে এবং আরও কনসার্ট এর কথা চলছে। নক্ষত্র ব্যান্ডের বর্তমান পারফর্মার! আবির খান (ফাউনডার এবং লিড ভোকাল), তানভির আহমেদ রাকিব ( রিদম গিটারিস্ট), সৈয়দ নাহিদ ( সিইও এবং ব্যান্ড ম্যানেজার), নাজমুল হাসান আপন (বেইজিস্ট এবং সাইড ভোকাল), রায়ান (লিড গিটারিস্ট)।