উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর সাপাহার সরকারি কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে (১৯৭৩-২০২২) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলন উৎসব অনুষ্ঠান এর লক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে অধ্যক্ষ এর অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ এর অধ্যক্ষ শহিদুর রহমান। সম্ভাব্য আগামী এপ্রিল/২০২৩ মাসের শেষ এর দিকে- প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫০ বছর এর প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং হাজার হাজার ছাত্র-ছাত্রী দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ব্যাপক কর্মসূচির মাধ্যমে একটি পুনর্মিলনী অনুষ্ঠান করার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, রাজশাহী কলেজ এর সাবেক উপাধাক্ষ্য প্রফেসর আল-ফারুক চৌধুরী, সাবেক অধ্যক্ষ হোসেন শহীদ মাহবুবুর রহমান সারোয়ার ও মজিবুর রহমান, শিক্ষানুরাগী আলহাজ্ব নরুল হক সহ কলেজ এর বিভিন্ন দপ্তর এর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকগণ, ইউপি চেয়ারম্যান গন ও প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা বলেন, সাপাহার সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজ এর হাজার হাজার ছাত্র-ছাত্রী দেশ বিদেশে নানা পেশায় নিয়োজিত। তারা দেশের উচ্চ পর্যায় থেকে নিন্ম পির্যায়ে দেশ এবং জাতির সেবা করছে। প্রাক্তন এই শিক্ষার্থীদের ৫০ বছর এর স্মৃতি বিজরিত কলেজে এ আংগিনায় আবার এসে পুরনো সেই স্মৃতি রোমন্থন করে জীবন কে নতুন করে উপলব্দি করার প্রয়াসে ৫০ বছর পুর্তিতে প্রাক্তন শিক্ষক- শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব এর আয়োজন। সভায় বক্তারা বলেন, এই কলেজ এ গত ৫০ বছর ধরে সব চেয়ে মেধাবী শিক্ষকরা শিক্ষকতায় নিয়োজিত ছিলেন বলেই এই শিক্ষকরা স্বমহিমায় ভাস্বর। সভায় দ্রুততম সময়ে প্রাক্তন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন শুরু করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। রেজিষ্ট্রেশন ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার লক্ষে আবারো বড় ধরনের মত বিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত সভায় ব্যাচ ভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পারস্পরিক যোগাযোগ এর মাধ্যমে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে