ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪

দাকোপে ফারুক বাহিনীর বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

স্বপন কুমার রায়
নভেম্বর ২, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

স্বপন কুমার রায়

খুলনা প্রতিনিধি

প্রতিবেশী ফারুক বাহীনির অব্যহত হুমকি ও শাররীক নির্যাতনের বিষয় তুলে ধরে খুলনার দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিউলি পারভীন।শনিবার বেলা ১২ টারদিকে প্রেসক্লাবের সম্মেলনে লিখিত বক্তৃতায় দাকোপের পানখালী ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং খোনা গ্রামের জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভীন বলেন, আমাদের প্রতিবেশী ফারুক বাহিনী বিগত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাথে পরিকল্পিতভাবে শত্রুতা করে আসছে। তাদের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে জনতার বিপুল ভোটে নির্বাচীত হয়ে আমি মানুষের কল্যানে কাজ করছি। কিন্তু ফারুক বাহিনী সেই থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ এমনকি শাররীকভাবে লাঞ্চিত করে। তাদের বেপরোয়া আচারনে ভীত হয়ে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোন সুফল পায়নি। বর্তমানে আমার স্বামী চাকুরী জনিত কারনে খুলনায় এবং কন্যা খুলনায় পড়াশুনা করে। যে কারনে আমি অধিকাংশ সময় বাড়ীতে একা আতংকে থাকি। তারা প্রতিনিয়ত আমাকে স্ব পরিবারে হামলা মামলা ও ক্ষয়ক্ষতির হুমকি অব্যহত রেখেছে। ফারুকসহ তার বাহিনীর সদস্য খোনা গ্রামের মুন্না, লিটন, মুকুল এলাকার চিহ্নিত মাদকসেবী। তাদের অব্যহত হামলা নির্যাতন ও হুমকির ভয়ে আমি দাকোপ থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করি যার নং ৮১১ তাং ২২/১০/২৪। এ ছাড়া সেনা ক্যাম্পে ও তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে অভিযুক্ত ফারুকের ০১৭১৬৫৬৯৫০১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে তার স্বামী জাহিদুর রহমান মোল্যা, প্রতিবেশী মোক্তার শেখ, হাসিনা বেগম, ইকতার ফকিরসহ আরো অনেকে উপস্থিত থেকে অভিযোগের পক্ষে সহমত পোষন করেন।