ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২০২৪ – ২০২৬ ঘোষণা

জাকির হোসেন সুমন
নভেম্বর ৪, ২০২৪ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

 

জাকির হোসেন সুমন

ব্যাুরো প্রধান ইউরোপ :

ইউরোপ প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের অস্ট্রিয়া হতে রেজিষ্ট্রেশন সংগঠন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । এক ভার্চ্যুয়াল সভার মাধ্যমে গত ৩০ শে অক্টোবর রাতে আনুষ্ঠানিক ভাবে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান । নিন্মে পূর্নাঙ্গ কমিটির তালিকা দেয়া হলো।

সভাপতি : হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই ( জার্মানী ) , সহ সভাপতি : এনায়েত হোসেন সোহেল , আই অন টেলিভিশন ( ফ্রান্স ) , সহ সভাপতি : শাহীন খলিল কাউছার , জি টিভি ( ইতালি ) সাধারণ সম্পাদক : এসকে এমডি জাকির হোসেন সুমন , যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ ( ইতালি ) ,

যুগ্ম সম্পাদক : জহিরুল ইসলাম , নিউজ টুয়েন্টি ফোর ও বিডি নিউজ ইউরোপ ( গ্রিস ) , সহ সম্পাদক : রহমান মাহবুবুর , ফ্রান্স দর্পন ( সুইজারল্যান্ড ) , অর্থ সম্পাদক : মোহাম্মদ উল্লাহ সোহেল , বাংলা ভিশন ( ইতালি ) , সহ অর্থ সম্পাদক : মোহাম্মদ তাহির হোসেন , দৈনিক মানবকন্ঠ , ও ইউরো বাংলা টাইমস ( পর্তুগাল ) ,

সাংগঠনিক সম্পাদক : জিয়াউর রহমান খান সোহেল , স্বদেশ বিদেশ ও এমকে টেলিভিশন ( ইতালি ) ,

দপ্তর সম্পাদক : ইসমাইল হোসেন স্বপন , দৈনিক কালবেলা – ইতালি ও এনটিভি ইউকে , ভিসেন্সা ( ইতালি ) , আন্ত:র্জাতিক সম্পাদক : কবীর আহমেদ , ওয়ান টিভি ইউকে ( অস্ট্রিয়া ) , প্রচার সম্পাদক : শাহ্ সোহেল , বাংলা টেলিগ্রাম ( ফ্রান্স ) ,

সাহিত্য সম্পাদক : কাজী মাহফুজ রানা , চ্যানেল প্রবাহ ( আয়ারল্যান্ড ) ,

মহিলা সম্পাদক : নাজনীন আখতার , বিশেষ প্রতিনিধি আইঅন টেলিভিশন ( ইতালি ) , সাংস্কৃতিক সম্পাদক : খন্দকার মেভিজ পরমা, বিডি নিউজ ইউরোপ ( গ্রিস ) , ক্রীড়া সম্পাদক : নজরুল ইসলাম বিপ্লব , এভিয়েশন নিউজ ( জার্মানী ) , অভিবাসন সম্পাদক : কামরুজ্জামান ভূইয়া ডালিম , মাইগ্রেশন বাংলা টেলিভিশন ও এস এ টেলিভিশন ( গ্রিস ) , সমাজ কল্যান সম্পাদক : সাবুল আহমেদ , প্রতিদিনের বাংলাদেশ ( ফ্রান্স ) , কার্যকরী সদস্য : বিটু বড়ুয়া , সময় টেলিভিশন ( জার্মানি ) ,

কার্যকরী সদস্য : মাহবুবুর রহমান , সম্পাদক ইউরো বাংলা টাইমস , ( অস্ট্রিয়া ) , কার্যকরী সদস্য : ফাহিম হোসেন , মাইগ্রেশন বাংলা টেলিভিশন ( ইতালি ) ,

এছাড়াও প্রধান উপদেষ্টা সহ ৭ ( সাত) উপদেষ্টার মধ্যে তিন জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয় । উপদেষ্টারা হলেন প্রধান উপদেষ্টা গঠনতন্ত্র অনুযায়ী প্রদান উপদেষ্টা কার্যকরী কমিটির সদস্য : মাহবুবুর রহমান , সম্পাদক ও প্রকাশক ইউরো বাংলা টাইমস ( অস্ট্রিয়া ) , সফিকুল ইসলাম ( জার্মানি ) , সৈয়দ কামরুল সারোয়ার ( ইতালি )। উল্লেখ্য যে গত ১৭ ই অক্টোবর ভার্চ্যুয়াল সভার মাধ্যমে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর আংশিক কমিটি গঠন করা হয় , সেখানে প্রধান উপদেষ্টা , সভাপতি ও সাধারণ সম্পাদক কে নির্বাচিত করে ১৫ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনে নির্বাচিত তিন জনকে দায়িত্ব দেয়া হয়। এই পূর্নাঙ্গ কমিটি ৩০ শে অক্টোবর ২০২৪ থেকে ২০২৬ ইং সাল পর্যন্ত মোট ২ বছর দায়িত্ব পালন করবে।