ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪

নওগাঁর মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার
অক্টোবর ২১, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

উজ্জ্বল কুমার সরকার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় চত্তরে উপজেলা নির্বাহী অফিসার ও মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. আরিফুজ্জামান শিক্ষার্থীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব আহম্মেদ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. রাজিব হোসেন, মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ফয়েজ উদ্দীন মন্ডল, দাতা সদস্য মো. আব্দুস ছালাম, প্রধান শিক্ষক মো. মাহমুম আলম, সহকারী শিক্ষক তরুণ কুমার, মৌসুমী খাতুন, লাভলী খাতুন, তাহমিনা খাতুন, রংকনারাণী, অভিভাবক সদস্য সাথী রাণী, আফরোজা, মর্জিনা খাতুন প্রমুখ। হুইল চেয়ার পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, হুইল চেয়ার পেয়ে তারা অনেক খুশি। কারণ হিসাবে তারা বলেন, সন্তানকে চেয়ারে বসিয়ে রেখে সংসারের প্রয়োজনিয় কাজ করতে পারব এবং বাড়ির আশেপাশে ঘুরাতে পারব।
নওগাঁ #