ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩

অজোপাড়া গায়ের নাজমুল এখন সোশ্যাল মিডিয়ায় সাইবার হিরো

মো: নাসির উদ্দীন
জুন ৮, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম) :

সময়টা ছিলো ২০১৫ সালের ডিসেম্বর মাসের ২০ তারিখ। আমার জন্ম দিনে বাবার ফেসবুক একাউন্টটি নষ্ট হয়ে যায়। যেখানে ছিলো হাজারো গুরুত্বপূর্ণ তথ্য। কেননা এখনকার সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য সোশ্যাল মিডিয়াতেই সংরক্ষণ করে রাখে। বাবাও তাই করেছিলেন। আমরা অনেক চেষ্টা করি বাবার আইডিটা রিকোভার করার জন্য, কিন্তু ব্যর্থ হই। একাউন্ট ফিরে না পাওয়ায় বাবা অনেক সমস্যায় পড়েছিলেন। বাবার চিন্তে ভরা মুখখানির কথা আমার এখনও মনে আছে।

তখনই ভিতরে একটি জেদ ধরে গিয়েছিলো। আজ আমার বাবার সাথে এমন হয়েছে কাল অন্য জনের সঙ্গে হতেও পারে। এজন্যই ইচ্ছে জাগে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার। তারই প্রেরিপেক্ষিতে ২০১৫ সালের দিকে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ শুরু করি। ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করতে থাকি। পরবর্তীতে ২০১৬ সালে ভারতের একটি সাইবার নিরাপত্তা টিমের সাথে কাজ করার সুযোগ পাই। সেখানে প্রায় ২০১৯ সাল পর্যন্ত কাজ করি। এরপর কিছুটা দক্ষ হলে ২০২০ সালে নিজেই একটি সাইবার নিরাপত্তা টিম গঠন করি।

আমাদের মূল লক্ষ্য ছিলো মানুষকে সোশ্যাল প্লাটফর্মে সহযোগিতা। পাশাপাশি সেখান থেকে যদি কিছু আয় হয় তবে তা দিয়ে গরিব পথচারী ও মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা। ২০২০ সালের শেষের দিকে আমাদের আয় করা ৫০ হাজার টাকা দিয়ে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা করা হয়।

এতক্ষণ এ কথাগুলো বলছিলেন সোশ্যাল মিডিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাজমুল হুদা নাঈম। নাইম ৫ম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় তার বাবার ফেসবুক একাউন্টটি নষ্ট হয়ে গিয়েছিলো। যথা কারনে তার বাবার অনেক গুরুত্বপূর্ন তথ্য হারিয়ে যায় এবং এতে সে বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলো। তাই তখন সে জেদ করে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার। নাঈমের জন্ম রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। বর্তমানে সে ভূরঙ্গামারী সরকারী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্ততি নিচ্ছেন।

নাঈমের সাথে কথা বলে জানা যায়, বাবার ফেসবুক একাউন্টটি নষ্ট হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার সাইবার নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন তা দেশ ও দেশের বাহিরের বাঙ্গালি প্রবাসীদের জন্য কাজ করে থাকি। তাদের সমস্যা গুলো সমাধান করে থাকি। পাশাপাশি বলতে চাই তথ্য প্রযুক্তি ব্যবহার করা ভালো, তবে আমাদের সবসময় ভালো দিকগুলো ব্যবহার করতে হবে আর খারাপ দিকগুলো বর্জন করতে হবে। যাতে অন্যের উপকার করতে না পারলেও ক্ষতি হবে এমন কাজ থেকে বিরত থাকি।

নাঈমের পরিকল্পনাঃ
নাঈম চাচ্ছে অনলাইনে দেশ ও দেশের বাহিরের সকল মানুষের সোশ্যাল মিডিয়ার যেকোনো সমস্যা সমাধান করে দিতে। আর অফলাইনে গরীর ও অসহায় মানুষের পাশে দাড়াতে।