ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪

ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণের দাবিতে মাঝিড়ায় মানববন্ধন

আব্দুল কাইয়ুম
নভেম্বর ৭, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

আব্দুল কাইয়ুম

(বগুড়া) প্রতিনিধি:

চলমান ফোরলেন প্রকল্পে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছেন সর্বসাধারণ ও শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাঝিরা বন্দরের ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এতে স্থানীয় শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী,পেশাজীবীসহ অন্তত ৫ হাজার সর্বসাধারণ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে। যা মাঝিড়া বাসস্ট্যান্ড হতে প্রায় আধা কিলোমিটার ব্যাপী মানববন্ধন ও সমাবেশ ব্যাপ্তি ছড়িয়ে পড়ে।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মাঝিড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু,মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভার:) আলমগীর হোসেন,

মাঝিড়া বন্দর কমিটির সেক্রেটারির

মাসুদ রানা, প্রফেসর ক্লিনিকের স্বত্বাধিকারী প্রফেসর আলমগীর,রোদসী ট্রেডার্সের স্বত্বাধিকার রফিকুল ইসলাম, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বার,সাবেক মেম্বার শফিকুল ইসলাম শফি,আবু হাসান,আব্দুল্লাহ আকন্দ,আব্দুল মোমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, উপজেলার লক্ষাধিক সাধারণ মানুষদের মহাসড়ক পারাপারে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বয়স্ক ও অসুস্থ রোগী পারাপারে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়,উপজেলা পরিষদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দুবলাগাড়ী কলেজ সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী,পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই দুর্ভোগ চিরতরে নিরসনের জন্য নির্মাণাধীণ ফোরলেন মহাসড়কের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণ নির্মাণের দাবি জানিয়েছেন।

এসময় বক্তারা আল্টিমেটাম ঘোষণা করে জানান, ১৩ নভেম্বর বুধবারের মধ্যে মাঝিড়াস্থ ফ্লাইওভার নির্মাণের উন্নয়ন দৃশ্যমান না হয় তবে ১৪ নভেম্বর বৃহস্পতিবার মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করা হবে।

সমাবেশ শেষে মাঝিড়া জনসাধারণ ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণ দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।