বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি:
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আর্থিক এবং কারিগরি সহায়তায় পরিচালিত Recovery Advancement and Informal Sector Employment (RAISE) প্রকল্পটি মাঠ পর্যায়ে ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। “ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সহযোগী সংস্থা সমূহের বাস্তবায়নে রেইজ প্রকল্পের মাধ্যমে দেশের শহর-উপশহর এলাকায় নিম্ন আয়ের পরিবারভুক্ত বেকার তরুণদের বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা প্রদানের পাশাপাশি জীবন দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের কর্ম এলাকায় কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিকেএসএফ এর আয়োজনে গ্রাম উন্নয়ন কর্ম (গাক), বনানী, বগুড়ায় ৩টি সহযোগী সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে ৪দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক TOT সমাপ্ত হয়েছে। অদ্য ৭ নভেম্বর (বৃহস্পতিবার) প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তাদের জীবন দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদেরকে ব্যবসা সম্প্রসারণের সঠিক পথ দেখাতে হবে। একজন প্রশিক্ষক হিসেবে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় করণীয় বিষয়ে দক্ষতা বাড়াতে হবে তবেই তরুণ উদ্যোক্তার হাত ধরে দেশ এগিয়ে যাবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ রেইজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট) শেহরীণ সাবা এবং গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম।
এছাড়াও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৩টি সহযোগী সংস্থা- গাক, টিএমএসএস ও আরডিআরএস এর ২৫ জন কর্মকর্তাবৃন্দ।