ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে গাক’র আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

MD. Jahangir Alam
নভেম্বর ১১, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি:

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর উদ্যোগে ব্র্যাক ব্যাংক পিএলসি এর আর্থিক সহায়তায় বগুড়ার চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল (Scale Up High Value Crop) উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বগুড়া জেলাধীন সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চলে বসবাসরত ১হাজার ৪শত কৃষককে সম্পৃক্ত ৪টি উচ্চ মূল্যের ফসল (ভূট্টা, মরিচ, পাট এবং সরিষা) চাষ সম্প্রসারণ এবং বাজার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ নভেম্বর’২০২৪ (সোমবার) সকাল ১০ ঘটিকায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হালিম ও ব্র্যাক ব্যাংক বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জসীম উদ্দীন শরীফ।

প্রকল্প ব্যবস্থাপক জনাব রাজিবিল্লাহ এর সঞ্চালনায় প্রকল্পের সম্যক ধারনা ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন গাক’র সমন্বয়কারী মোঃ জিয়া উদ্দীন সরদার। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিনিধি, পাইকার, ফরিয়া, চরাঞ্চলের কৃষক, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।