ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪

ফিনল্যান্ড বিএনপির আয়োজনে   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভা অনুষ্ঠিত

  জাকির হোসেন সুমন
নভেম্বর ১৪, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

 

জাকির হোসেন সুমন

ব্যাুরো প্রধান ইউরোপ   :

ফিনল্যান্ড বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেলো  রবিবার  হেলসিংকির কিভিক্কো মিলনায়তনে।   বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে ,  সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজীর সঞ্চালনায় সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন  তেলোয়াত পাঠ করেন দলের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বলেন, ৭ নভেম্বর আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিক। স্বাধীনতার পর থেকে ৭ নভেম্বরের পূর্ববর্তী সময় অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করেছিল দেশ। অভূতপূর্ব এই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সত্তা লাভ করে ও বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। সভায় আরো বক্তব্য রাখেন দলের সহ সভাপতি তাপস খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম ,  সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদ, উপদেষ্টা প্রদীপ কুমার সাহা। সমাবেশে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল আলম নজরুল, ফয়েজ আহাম্মেদ, সহ সভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, মাসুদ রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান লিউ, মোঃ আনিসুর রহমান, অঞ্জন হাওলাদার, হামিদুল ইসলাম, মোঃ আল ইমরান, গিয়াস উদ্দিন আহমেদ, লিটন দেওয়ান, সালমান শিহাব, মহসিন আলম, হোসাইন রিফাত আরমান, রাফাত ঢালী, আবু নোমান প্রমুখ।