ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪

খেলাধুলা মানুষকে অপকর্ম থেকে দূরে রাখে আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন

মোঃ কামাল হোসেন প্রধান
এপ্রিল ২৭, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

অদ্য ২৬/৪/২৪ ইং শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা জয়নগর ইউনিয়ন খিরার টেক সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ফ্রি রঙ্গিন টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শাখাওয়াতৎ হোসেন সুমন ,সাবেক মহাসচিব বি এল সি এফ এ ও সদস্য এফ বি সি সি আই। তিনি বলেন , খেলাধুলা এমন একটা শরীর চর্চা, যেটা আমাদের শরীর ও মন সবকিছু কে ভালো রাখে, খেলাধুলা মানুষকে নিষ্পাপ রাখে খেলাধুলা করিলে মনে খারাপ চিন্তা খারাপ কাজে লিপ্ত থাকতে পারেনা ,মানুষ যতক্ষণ খেলার দিকে মন ও দৃষ্টি থাকে ততক্ষণ আমাদের মাঝে কোন খারাপ চিন্তা ভাবনা থাকে না ,খারাপ কাজে লিপ্ত থাকে না। বাজে চিন্তা মুগ্ধ হয় না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে , খেলাধুলা মানুষকে মাদক ও সকল ধরনের অপকর্ম থেকে দূরে রাখে ,কিশোর গ্যাং আমাদের শিবপুরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে , মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের খেলাধুলা করিতে হবে, আজকের যারা এই খেলাটির আয়োজন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ ,তারা সমাজের জন্য ভাবেন সমাজকে ভালো রাখার জন্য চেষ্টা করছেন, জয়নগর বাসী আপনারা সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে ও সর্বাঙ্গীণ সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। জামবু য়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামবু য়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাদিম সরকার চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ। মুখলেছুর রহমান তারা মিয়া সভাপতি 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ। সেলিম রানা সাংগঠনিক সম্পাদক শিবপুর উপজেলা তাঁতী লীগ পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম সাবেক সভাপতি জয়নগর ইউনিয়ন ছাত্রলীগ প্রমুখ। খেলায় অংশগ্রহণ করেন ডোপির টেক ও দাসপাড়া একাদশ । সর্বশেষ টুপির টেক ১ গোলে বিজয়ী হন।