ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪

স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষিতে এল পি এ ওয়ার্ল্ড এর স্মার্ট এগ্রিকালচার রোবট

মো: রাফি,
মে ৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মো: রাফি, জেলা প্রতিনিধি, দিনাজপুর।

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা কে পিছনে রেখে প্রথম স্থান অর্জন করে “এল পি এ ওয়ার্ল্ড” এর তৈরি “স্মার্ট এগ্রিকালচার রোবট”। অল্প সময়ে স্বল্প পরিশ্রমে একই সাথে একাধিক কৃষকের কাজ করতে পারবে এই রোবটটি। বারবার চার্জ করার কিংবা আলাদা জ্বালানি সরবরাহের কোন প্রয়োজন নেই রোবটটিতে।সূর্য থেকে প্রয়োজনীয় শক্তি নিতে পারবে রোবট টি। কৃষি জমিতে বীজ বপন,আগাছা নিধন, কীটনাশক স্প্রে ও জমিতে পানির পরিমাণ কমে গেলে সর্তকতা প্রদান, পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা তা নির্ণয়, পশুপাখি ও অন্যান্য প্রাণী থেকে কৃষি জমিকে রক্ষা সহ দুষ্কৃতিদের হাত থেকে ফসলকে রক্ষা করতে পারবে এই রোবট।

রোবটটি নির্মাতা প্রতিষ্ঠান, “এল পি এ ওয়ার্ল্ড” এর সিইও মোহাম্মদ রাফি জানান সাধারণ কৃষকরা খেতে না গিয়ে বাসায় থেকে সহজেই রোবটটি যেন নিয়ন্ত্রণ করতে পারে সেভাবেই ডিজাইন করা হয়েছে রোবটটি এবং পরবর্তী সংস্করণে রোবটটি আরো কম সময়ে আরো বেশি কাজ করতে সক্ষম হবে রোবটটি। রোবটটি কৃষকদের উৎপাদনশীলতা, পরিবেশগত প্রভাব, খাদ্য নিরাপত্তা, ফসলের ক্ষতি এবং স্থায়িত্ব সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলার কাজে বড় অবদান রাখবে বলে আশা করেন প্রতিষ্ঠানটি।