ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩

এবার৷ পঞ্চগড়ের তাপমাত্রা ৬.১ ডিগ্রিতে নামলো

মনজু হোসেন
জানুয়ারি ১৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টারঃ

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস আবহাওয়া পর্যেবক্ষক মো.রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো.রোকনুজ্জামান জানান,আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে,তবে দিন বারার সাথে সাথে সূর্যের দেখা মিলছে। দিনভর মিষ্টি রোদে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা। কিন্তু বিকেলের পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা।

যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। যা গত কাল তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

মনজু হোসেন স্টাফ রিপোর্টারঃ
০১৭৩৮২০৮১৮২
১৪/০১/২০২৩