জাকির হোসেন সুমন
ব্যাুরো প্রধান ইউরোপ :
কোটা আন্দোলন কে কেন্দ্র করে সংঘটিত শিক্ষার্থীদের হত্যা, নির্যাতন, ও গ্রেফতার সহ পরবর্তীতে সরকারের পদত্যাগ দাবী করে এক দফা আন্দোলন সফল হওয়ায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আনন্দে বিজয় সমাবেচের আয়োজন করে ইতালির ভেনিসের সামাজিক সংগঠন জোভান্নি পের লা ওমানিতা । ভেনিসের মেস্রে ইন্টার ইস্পেয়ার মার্কপট চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে যোগদেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী , অভিভাবক, ভেনিস বিএনপির , যুবদল , সেচ্ছাসেবক দল সহ নানা পপশার প্রবাসী বাংলাদেশীরা । প্লেকার্ড হাতে ও বিজয়ের স্লোগানে মিখরিত হশে উঠে সমাবেশ স্হল। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিজয় কর্মসূচি শুরু করা হয়। এর পর আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপস্হিত সকলে কিছু সময়ের জন্য মোবাইলে আলো জালিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে ছোট ছোট শিশুরাও যোগদেন আনন্দ সমাবেশে। এছাড়া ও ইতালির মনফালকনে , জেনোভা, মিলানো, রোম সহ বিভিন্ন শহরে মিষ্টি বিতরন কর্মসূচি পালন করা হয় । সমাবেশে জোভান্নি পের লা ওমানিতা র নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষার্থী , রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ । বক্তারা বলেন , শিক্ষার্থীরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছে । দেশের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। দেশ পূনর গঠনে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন ক্ষোভের বসে দেশের সম্পদ বিনষ্ট করা যাবে না। এখনো বিপদ কাটেনি, চোখ, কান খোলা রেখে দেশ গঠনে কাজ করতে হবে। আর সকল প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরনে আহবান জানানো হয়। সে সময় যমুনা টেলিভিশনে বস্তুনিষ্ঠ সংবাদ পরুবেশন করায় যমুনা যমুনা বলে স্লোগান দিতে থাকেন সকলে। সে সময় যমুনা টেলিভিশনের সহকর্মী জাকির হোসেন সুমন কে উপরে তুলে আনন্দো উল্লাস ও যমুনা স্লোগানে মেতে উঠে সকলে। সে সৃয় বাংলাদেশের বিজয় ও যমুনা টেলিভিশনের ভূমিকা নিয়ে মতামত ব্যাক্ত করেন। পরিশেষে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে বিজয় সমাবেশের সমাপ্তি ঘটে।