বেলাল হোসেন
নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকরা কোন সংবাদ প্রকাশ করবে এবং কোনটা করবেনা, কোনটা কেমন করে কত সাইজে প্রচার বা প্রকাশ করবেন এটা সম্পূর্ণ মিডিয়ার সম্পাদনা বিভাগের বিষয়।
আবার কোন সংবাদ প্রকাশের পর কোন পক্ষ যদি সংক্ষুব্ধ হন এবং তার বা তাদের মানহানি ঘটে এমন ঘটনায় বাংলাদেশ প্রেস কাউন্সিলে বা জেলার আমলী আদালতে মানহানি মামলা দায়ের করতে পারেন।
তবে তারা মামলা না করে অতি উৎসাহী কিছু মানুষ ঐ সাংবাদিকের ওপর হামলা করে, কখনো মিডিয়া হাউজে আঘাত বা হামলা করে এটা আমার মতে দন্ডনীয় অপরাধ বলে মনে করেছেন আহমেদ আবু জাফর।
মনে রাখা উচিত, আইন কখনো হাতে তুলে নেবার অধিকার কাউকে দেয়না।
এমন সব ঘটনায় মিডিয়া মালিক বা ক্ষতিগ্রস্ত সাংবাদিকরা তথ্য প্রমানসহ থানা বা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি অপরাধে প্রচলিত ধারায় মামলা রুজু করতে পারেন।
আহমেদ আবু জাফর
সভাপতি, নির্বাহী কমিটি
ও চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।