ধোঁয়াশাযুক্ত ক্লান্ত এ লেখনী, আঁধার জমছে শেষ গন্তব্য মুছতে, থমকে যায় শিরোনাম লিখতে লিখতে।
অদৃশ্য হয়ে জানা যেন শূন্য, গল্পরেখার অশেষ সীমানা স্বপ্নের দৌড়গড়ায় ইতিতে আজ আনাগোনা। পূর্নিমা নিশিতে লিখে গেলাম অমাবস্যার নতুন এক অধ্যায়। উজ্জ্বল নক্ষত্রে ছেয়েও আকাশটা চিরকাল থাকে একা ।
আলোকছটা ভুলে মিশে আলোকবর্ষ দূরে নেয় বিদায়। নিশির পেয়ালা ভেঙে তামাকে দগ্ধ,কহিয়াছে একাকী মন যাতনায় থাকো তুমি মগ্ন। আক্ষেপে দুনিয়া ছেড়ে নীতিকথায় আর না থাকা, ‘চুপ’ এ সমাজ বলে, তথাকথিত সবাই সমান। বাঁধন হারা তার মুক্ত চিন্তা, বেরঙ্গিন ততো আমার ঠিকানা । ক্যানভাসে আঁকতে পারি না পাওয়া তোমাকে অপরিচিতা।
লিখে গেলাম অব্যক্ত বানী না হলাম আর বিরক্তির উদ্রেক। বাকি কত অনুভূতি চিরজীবী থাকুক অনুনয়ে স্বদা এ অন্তরে। ভাবনার অন্তরার যাওয়া বারণ, নিঃশেষ নীরবতা অধিক উত্তম।