মোঃ আনোয়ার হোসেন
ডিমলা নীলফামারী প্রতিনিধি।
আজ ৪ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা স্মৃতি অম্লান চত্বর সুটিবাডি মোডে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যম স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষার আইন প্রনয়নের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রবীন ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক ময়েন কবীর, বাদশা সেকেন্দার ভুট্টু, আশিক- উল ইসলাম লেমন, হাবিবুর রহমান, প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করে মোহাম্মদ আলী ছানু।
মানববন্ধনে বক্তারা বলেন গত ১২বছরেও সাগর-রুনির হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এই হত্যাকান্ডে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে।
এছাড়া ১৫ বৎসরে ৬৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে।
আর এসব সাংবাদিক পরিবারকে পুনর্বাসন করতে হবে।
১৫ বৎসর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের উপর দমন পীড়ন চালিয়ে কন্ঠরোধ করেছে।