ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪

জবি ছাত্রী হল ডিবেট ক্লাবের সভাপতি নিশি, সম্পাদক রিতা

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি,

জবির একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বঙ্গমাতা বিতার্কিক পরিষদের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশিকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈমা আক্তার রিতাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ ২২ সেপ্টেম্বর (রোববার) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন ও মডারেটর ড. বুশরা জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নুসরাত জাহান সূচি, কে, এম নাদিয়া ফারহানা, যুগ্ম সাধারণ সম্পাদক,সাদিয়া আফরোজ, শিউলী আক্তার, স্বর্ণা আক্তার রিয়া, সাংগঠনিক সম্পাদক, রুপা আক্তার ডিউটি, দপ্তর সম্পাদক, রিপা বানু, উপ দপ্তর সম্পাদক, মাছুমা আক্তার, অর্থ সম্পাদক, খাদিজা আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাদিয়া সুলতানা নেলি, কর্মশালা ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, নদীয়া আক্তার, পাঠচক্র বিষয়ক সম্পাদক, ফাতেমা তুজ জোহরা ও কার্যনির্বাহী সদস্য মণিকা আক্তার।

এ বিষয়ে জবি ছাত্রী হল ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক নাঈমা আক্তার রিতা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের বয়স ৩ বছরেরও বেশি চলছে। আজকে আমাদের নতুন প্রভোস্ট ড. সাবিনা শরমিন ম্যামের সাক্ষরের মধ্য দিয়ে অফিসিয়ালি যাত্রা শুরু করে আমাদের বঙ্গমাতা বিতার্কিক পরিষদ, যেটি হলের প্রথম এবং একমাত্র সাংস্কৃতিক সংগঠন।