ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মি সম্মেলন ও কাউন্সিল রাজবাড়ী জেলার কালুখালীতে।

সারাফাত ইসলাম অনিক
অক্টোবর ৫, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

 

সারাফাত ইসলাম অনিক

বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা কতৃক আয়োজিত ,কালুখালি উপজেলা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয় 2রা অক্টোবর 2024 ইং রোজ বুধবার বিকেলে । কর্মি সম্মেলন এর পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজবাড়ি জেলার কালুখালী উপজেলা শাখার কমিটি গঠন। উক্ত কমিটি গঠন করা হয়েছে কাউন্সিলিংর মাধ্যমে ভোট দিতে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে কালুখালি উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন ওবাইদুর রহমান. সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ হোসেন এবং সাংগাঠনিক সম্পাদক শাখাওয়াত নূর

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গন অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহব্বায়ক মো: শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল হাসান রাশেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন :

রাকিবুল ইসলাম রাকিব

সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

রাজবাড়ী জেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি এক পর্যায়ে বক্তব্য বলেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই কাউন্সেলিং এর মাধ্যমে আজকের এই কমিটি গঠন করা হয়েছে যাতে করে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছেন তারা এখন থেকেই রাজনৈতিক চর্চা শুরু করে। ভবিষ্যতে ভোটের মাধ্যমে রাজনীতিতে আসতে হবে ভোট ছাড়া রাজনীতির করা যায় না। বিগত দিনে দেখেছি যে মানুষের ভোটার অধিকার কিভাবে হরণ করেছে ওই স্বৈরাচারী সরকার আমরা সে পথে অবলম্বন করব না আমরা ভোটের পুনরুদ্ধার করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো এই ভোটের অধিকার যেন তারা নিজেরা নিজেদের নেতৃত্ব তৈরি করতে পারে।

একপর্যায়ে রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন ভবিষ্যতে গন অধিকার পরিষদ ৩০০ আসনের প্রার্থী নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। তার লক্ষ্যে রাজবাড়ী জেলায় দুইটি আসন রয়েছে সেখানে ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশগ্রহণ করবে । দলীয়ভাবে যে কোন প্রার্থীকে সমর্থন দিলে তার হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন । আগামী নির্বাচনের অংশগ্রহণ করার লক্ষ্যেই রাজবাড়ী জেলা গন অধিকার পরিষদ কাজ করে চলেছেন।