নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪, বাংলাদেশ পর্বের ঢাকা ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এই হ্যাকাথন একটানা ৩৬ ঘণ্টা চলার পর আজ শনিবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) এবং অনলাইনে একসঙ্গে শুরু হওয়া নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের ফলাফল ঘোষণা করা হয়। এতে ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘কোয়ান্টাম ভয়েজার্স’ তাদের গৌরবগাঁথা সাফল্য রচনা করে। টিমের সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের নাহিদ রায়হান (টিম লিডার), ১৫তম ব্যাচের জাহাঙ্গীর হোসেইন ও ফারহান মাসুদ সোহাগ, ১৬তম ব্যাচের মুয়াম্মার তাজওয়ার আসফি ও ইউসুফ হাসান সিফাত।
বিগত ১০ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।