ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (২০২৪) আয়োজনে,পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়।

MD. Jahangir Alam
অক্টোবর ৭, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

রাজশাহী পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,৩ দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

(৭ অক্টোবর) সোমবার দুপুর একটার দিকে,পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব,এ কে এম নূর হোসেন নির্ঝর,উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহী,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক,প্রশান্ত কুমার ঘোষ।

সঞ্চালনায় ছিলেন,মোঃ মশিউর রহমান সিনিয়র শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক মোঃ শামীম উদ্দিন,সহযোগিতায় ক্রিয়া শিক্ষিকা মোসাঃ বিউটি বেগম সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,লেখাপড়ার পাশাপাশি শারীরিক গঠনের ক্ষেত্রে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে এবং খেলাধুলায় থাকলে মাদককে দূরে রাখা যায়,সেজন্য খেলাধুলা বিনোদনের ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা রাখে একদিন তোমাদের খেলাধুলার মাধ্যমে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ও দেশের নাম উজ্জল করবে,সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(৭ অক্টোবর) ২০২৪ ইং