ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩

দাকোপে মহাসপ্তমী পুজায় সাবেক সাংসদ ননীগোপাল মন্ডলের বিভিন্ন পুজা মন্দির পরিূর্শন ও শুভেচ্ছা বিনিময়

স্বপন কুমার রায়
অক্টোবর ২১, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলায় শারদীয় দুর্গা পূজায় মহাসপ্তমীর দিনে দাকোপ উপজেলাপূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, খুলনা -১ আসনের সাবেক সাংসদ ও খুলনাজেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডলের চালনা পৌরসভা সহ ৯ টি ইউনিয়নের দুর্গামন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।এ সময় তিনিবলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গাপূজার শুভেচ্ছা জানান।
২১শে অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টারদিকে চালনা পৌরসভা থেকে শুরু করে সন্ধ্যা পযর্ন্ত পানখালী, তিলডাংগা, বাজুয়া, দাকোপ লাউডোব, বানিশান্তা, কৈলাশ গঞ্জ ইউনিয়নের বিভিন্ন পুজামন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ-সময় তাঁর সফর সংঙ্গী হিসেবে উপস্থিত থেকে এলাকাবসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন
, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহা, সাম্পাদক সঞ্জয় কুমার মোড়ল,দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, এ্যাডঃ কামরুল ইসলাম, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, তিলডাংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন গাজী, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানষ কুমার রায়, দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়,গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়,প্রসেনজিৎ রায়,মুরারীমোহন থান্দার, এ্যাডঃদেবপ্রসাদ বৈদ্য,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা অশোক দাস,,অংগদ বাইন,বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী,, দিপংকর বৈদ্য, সাইফুল ইসলাম গাজী, মাখন চক্রবর্তী, শ্যাম সুন্দর মন্ডল, দূর্গাপদরায়,প্রভাষরায়, নিহার রায়,সুধাংশু বৈদ্য,সমরেশ রায়, অতিন মন্ডল, সুকৃতি রায়,সুরঞ্জন রায়,সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার, যুগল ঘোনামী,তন্ময় রায় ,মলিনাজোয়াদ্দার প্রমুখ।